১৮ মার্চ, ২০২২ ০৯:৫৯
সিএনএন’র প্রতিবেদন

লুহানস্কে সরকারি ভবনগুলোর দখল নিল রুশপন্থী বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক

লুহানস্কে সরকারি ভবনগুলোর দখল নিল রুশপন্থী বিদ্রোহীরা

রাশিয়া কর্তৃক স্বাধীনতার স্বীকৃতি পাওয়া লুহানস্কের বিদ্রোহী গোষ্ঠী সেখানকার রুবিঝনে নগরীর সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক ভিডিও বার্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, “ভিডিও পোশাকধারী লুহানস্কের বিদ্রোহী সেনাদের বলতে দেখা যায় যে, তারা রুবিঝনের প্রশাসনিক ভবনের দখল নিয়ে নিয়েছে। সেখানে এখন লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এর পতাকা উড়ছে। স্থানীয় বাসিন্দাদের জন্য এর অর্থ হল- যুদ্ধ এখনও শেষ না হলেও এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ক (যা একত্রে ডনবাস নামে পরিচিত) অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েকদিন পর সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর