ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ব্রাহ্মস সুপারসনিক মিসাইল। সেই মিসাইলের পরীক্ষায় একেবারে ১০০ শতাংশ সফল হয়েছে ভারত।
বুধবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একেবাবে নিখুঁত লক্ষ্যভেদ করেছে এই মিসাইল।
এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এই সফল পরীক্ষাকে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, গোটা পরীক্ষা সরেজমিনে খতিয়ে দেখার জন্য তিনি নিজেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ছিলেন।
এদিকে এই মাসের প্রথম দিকেই ইন্ডিয়ান নেভি দূরপাল্লার ব্রাহ্মস সুপারসনিক মিসাইলের মহড়া দিয়েছিল। সেই মিসাইলের পরীক্ষায় সফল হয়েছিল দেশটি। আইএনএস চেন্নাই থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয়েছিল। সেই মিসাইলও একেবারে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছিল। এই তথ্য জানিয়েছে ভারতের নৌবাহিনী সূত্র। সব মিলিয়ে দুটি মিসাইলের মহড়াতেই পুরোপুরি সফল ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম