ইউক্রেনের রাজধানী শহর কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানী কিয়েভের উত্তর এবং পূর্বে ব্যাপক যুদ্ধ সংঘটিত হচ্ছে। শহর থেকে পালিয়ে যাওয়া মানুষদের ফেরার বিষয়ে সতর্ক করেছেন তিনি।
মেয়র ক্লিটসকো বলেন, মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। এ কারণে আমার উপদেশ হলো, যারা শহরে ফিরতে চান, কিছু সময় নিয়ে পরে ফিরুন।
এর আগে কিয়েভের আঞ্চলিক গভর্নর বলেছিলেন, রুশ সেনারা রাজধানীর আশপাশ থেকে কিছু সৈন্যা প্রত্যাহার করছে। তবে তারা অন্য জায়গায় শক্ত অবস্থান নিচ্ছে।
তার আগে প্রেসিডেন্ট ভলোদিমির জলোনেস্কির উপদেষ্টা ওলেক্সি অ্যারেস্তোভিচ বলেছিলেন, কিয়েভের উত্তরপূর্ব এবং উত্তরপশ্চিম থেকে রুশ সেনাদের হঠিয়ে দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল