ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার মারিউপোল থেকে ৩ হাজারের বেশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি মানবিক করিডোর- ডোনেস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়া- দিয়ে এসব বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়।
এছাড়াও অবরুদ্ধ বন্দর শহর মারিউপোল থেকে বাস্তুচ্যুত ৬ হাজার মানুষের মধ্যে প্রায় অর্ধেক পালিয়ে গেছে। শনিবার সকালের ভাষণে তিনি এসব কথা বলেন।
জেলেনস্কি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ‘আমরা (রাশিয়া-ইউক্রেন) পৃথকভাবে শহর থেকে আহত ও মৃতদের অপসারণের বিষয়ে একমত হয়েছি।
শনিবার সকালের ভাষণে রাশিয়াপন্থী নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, রাশিয়ানরা তাদের শহরে বেশি দিন টিকবে না। তাই যারা তাদের সহযোগিতা করছেন, তাদেরকে কোনো ধরনের সহযোগিতা না করার জন্য চূড়ান্ত ভাবে সতর্ক করা হচ্ছে। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/আবু জাফর