ইউক্রেনের হস্তোমেল শহরের আন্তোনোভ বিমানবন্দর থেকে সরে যাচ্ছে রাশিয়ার সৈন্যরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
বৃহস্পতিবার ছবিটি তুলেছে মাক্সার টেকনোলজিস। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বিমানবন্দর ছেড়ে যেতে পারে রাশিয়ার সামরিক সৈন্যরা।
যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগও জানিয়েছে, হস্তোমেল বিমানবন্দর থেকৈ রাশিয়ান সৈন্যদের সরিয়ে নেওয়া হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকেই তীব্র লড়াই চলছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হস্তোমেল শহরে।
বিডি প্রতিদিন/ফারজানা