অল্প অল্প করে হলেও ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ ও উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহর ছেড়ে যাচ্ছে রুশ বাহিনী। তবে যাওয়ার সময় তারা বাড়িঘর এমনকি হত্যার শিকার মানুষদের মরদেহগুলোও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার ভোরে তিনি এক বক্তব্যে এ কথা বলেন। জেলেনস্কি বলেন, “পশ্চাদপসরণকারী রুশ বাহিনী ধীরে ধীরে রাজধানী কিয়েভ ছেড়ে বাইরের দিচ্ছে যাচ্ছে। তবে যাওয়ার সময় পুরো অঞ্চলজুড়ে বাড়িঘর এবং এমনকি মৃতদেহগুলোর ওপরও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে যাচ্ছে পুরো এলাকা।”
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে এরই মধ্যে তারা কিয়েভ ও চেরনিহিভের ২৯টি বসতি পুনরায় দখলে নিয়েছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২১ ফেব্রুয়ারি দেশটির লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শনিবার ৩৮তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম