ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে যুক্তরাজ্যকে হুমকি দিয়েছে রাশিয়া। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেছেন, দূর পাল্লার আর্টিলারি অস্ত্র এবং জাহাজ বিধ্বংসী অস্ত্র পাঠালে সেগুলো লক্ষ্যবস্তু বানানো হবে এবং তা হবে বৈধ।
শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ এ এক সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত এই মন্তব্য করেন।
রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলেন, ইউক্রেনে যেকোনো অস্ত্র (বিশেষ করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী যে অস্ত্রের কথা বলেছেন) পাঠানোর অর্থ অস্থিতিশীল করা। তারা পরিস্থিতিকে আরও খারাপ করছে আরও রক্তাক্ত করছে।
যুক্তরাজ্যের অস্ত্র ইউক্রেনে পাঠানো হলে রাশিয়ার সেনাবাহিনীর জন্য সেগুলো টার্গেট করা ‘বৈধ’ হবে বলেও মন্তব্য করেন তিনি।
চলমান যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এসব অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনী দেশটির বিভিন্ন স্থানে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা রুখে দিচ্ছে।
এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহরকে হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে বলে জানিয়েছে রাশিয়া।
পূর্বে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ ইউক্রেনে বিদেশি অস্ত্রে হামলার হুমকি দিয়েছিলেন।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল