দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোরে বর্ণবাদী সেনারা পশ্চিম তীরের জেনিনের দক্ষিণে ঐ তিন ফিলিস্তিনি যুবককে লক্ষ্য করে গুলি ছুড়লে তারা নিহত হন। খবর রয়টার্সের।
গুলি করার পর গুলিবিদ্ধ ফিলিস্তিনিদের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি, তারা জীবিত আছেন কি না তা নিশ্চিত হতে জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে যেতে চাইলে সে অনুমতি দেওয়া হয়নি।
রেড ক্রিসেন্ট সোসাইটির কোনো গাড়ি ও স্বাস্থ্যকর্মীকে ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় তারা। একটি সূত্র জানিয়েছে, শহীদ ফিলিস্তিনিদের পবিত্র মৃতদেহ হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছে পাষণ্ড ইসরায়েলি সেনারা।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছেন, নিহত তিনজনই ইসলামি জিহাদ আন্দোলনের কুদস ব্রিগেডের সদস্য। তাদের বয়স ত্রিশের মধ্যে। দু’জনের বাড়ি জেনিনে, অপর ব্যক্তি তুলকারমের বাসিন্দা ছিলেন। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক