ইউক্রেনের আলোকচিত্রী সাংবাদিক ম্যাকসিম লেভিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী শহর কিয়েভের উত্তরের গুতা মেঝিস্কা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আলোকচিত্রী সাংবাদিকের সহকর্মীরা জানান, গত ১৩ মার্চের পর থেকে লেভিনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। তিনি কিয়েভের উত্তরের ভিসগ্রোদ গ্রামে যুদ্ধের প্রমাণ্যচিত্র তৈরি করছিলেন। ওই অঞ্চলে তীব্র যুদ্ধ চলছিল।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহকারী আন্দ্রি ইয়ারমার্ক আলোকচি লেভিনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
বিগত ১০ বছর ধরে লেভিন ইউক্রেনের সংবাদমাধ্যম এলবি.ইউয়াতে চাকরি করতেন। যুদ্ধ নিয়ে তার তৈরি প্রমাণ্যচিত্র এবং ছবি বিশ্বব্যাপী দেখা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ চালানোর পর ইউক্রেনের অন্তত ৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল