ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির একজন আঞ্চলিক মেয়র রুশ সেনাদের হাতে অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অঞ্চলটির প্রধান দিমিত্র ঝেভিতস্কি বিবিসি ইউক্রেনের কাছে এই অভিযোগ করেছেন।
অপহৃত কর্মকর্তার নাম ওলেস্কি শিভায়েভ। তিনি নোভা স্লোবাদা জেলার ডেপুটি মেয়র।
শুক্রবার পুতিভল এলাকায় রুশ সেনারা তাকে একজন সহায়তা সরবরকারীর সঙ্গে চেকপোস্টে থামায়। এলাকাটি সুমি অঞ্চল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং রাশিয়া সীমান্তের কাছে।
সুমি অঞ্চল এখনো ইউক্রেনীয় বাহিনীর হাতে রয়েছে। কিন্তু রুশ সেনারা শহরটিতে অনবরত গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল