ইসলামাবাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে কথা বলার একদিন পরেই পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের কথা বললেন। আজ শনিবার তিনি বলেছেন, “তার দেশ ওয়াশিংটনের সাথে সম্পর্ক প্রসারিত করতে চায়।” খবর রয়টার্সের।
কামার জাভেদ বাজওয়া বলেন, “পাকিস্তানের সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর তার সেই সম্পর্কের প্রমাণ। তাছাড়া ঐতিহাসিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। এখনও যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রফতানি বাজার। আমরা যেমন যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সমান ভাবে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। তেমন ভাবে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং জাপানও আমাদের দেশের উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
তবে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে গিয়ে অন্য দেশের সাথে সম্পর্কের অবনতি চান না পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান। তিনি আরও বলেন, “অন্য দেশের সাথে পাকিস্তানের সম্পর্ককে প্রভাবিত না করেই উভয় দেশের সাথে আমাদের সম্পর্ক প্রসারিত করতে চাই।”
এদিকে, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেনাপ্রধান কামার বাজওয়া রাশিয়া ও ইউক্রেন সংকট নিয়ে কথা বলেছেন। ইউক্রেনে রুশ আক্রমণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, “রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ যথাযথ। কিন্তু তা সত্ত্বেও ছোট দেশে রাশিয়ার আগ্রাসন গ্রহণযোগ্য নয়।” সূত্র : রয়টার্স ও ডন।
বিডি-প্রতিদিন/শফিক