ইউক্রেনের মারিউপোল শহরে আটকে পড়া নাগরিকদের জাহাজে করে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক।
শনিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর এই তথ্য জানান।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মারিউপোল থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিক, আহত মানুষ এবং তুরস্কের নাগরিকদের সরিয়ে নিতে আমরা জাহাজ সহযোগিতা দিতে পারি।
এর জন্য তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কো এবং আঙ্কারায় সংযুক্ত রুশ সেনাবাহিনীর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। রুশ সেনাবাহিনী এই আবেদন রুশ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছে।
রাশিয়া ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করার পর থেকে তুরস্ক যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো জানিয়েছেন, রুশ হামলায় শহরের সিংহভাগ ভবন ধসে গেছে। এসব ধসে যাওয়া ভবনের বেসমেন্টে আটকা পড়েছেন শত শত মানুষ।
মারিউপোল শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ রয়েছে, অনেকেই খাবার পাচ্ছেন না। এমন নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে প্রায় তিন লাখ মানুষ। সেখানকার এ পরিস্থিতিকে ‘মধ্যযুগীয়’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের আইনপ্রণেতা দিমিত্র গুরিন। বিবিসিকে তিনি বলেন, এ শহরে তার মা-বাবাও আটকা পড়েছেন।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল