প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলের দক্ষিণে রিও ডি জেনিরো রাজ্যজুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে একই পরিবারের ছয়জনসহ অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। শনিবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
রিও ডি জেনিরোতে গত কয়েক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। গত ২৩ মার্চ কর্তৃপক্ষ জানায়, দেশটির ঔপনিবেশিক আমলের শহর উত্তর পিত্রপোলিসে প্রায় এক মাসে ভূমিধস এবং বন্যায় অন্তত ২৪০ জনের মৃত্যু হয়েছে।
পর্যটন শহর পারাটিতে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ৫ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। এছাড়া মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুজনের।
গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়েছে। এরপর থেকে বড় ধরনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।
বিডি প্রতিদিন/এমআই