পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা না পেলে রাশিয়া দুই বছর পর আবারও ইউক্রেনে হামলা চালাতে আসবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি।
সোমবার রাতে এক ভিডিও ব্ক্তৃতায় এ দাবি করেন তিনি।
এ সময় জেলেনস্কি বলেন, “ইউক্রেনকে নাৎসিবাদমুক্ত করার যে কথা শুনিয়েছিল রাশিয়া, সেটা পুতিনের দেশের জন্যই বেশি প্রযোজ্য। বুচা শহরের নৃশংসতাই এর বড় প্রমাণ।
ডোনবাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন এবং রাশিয়া একসঙ্গেই সমস্ত পয়েন্টে একমত হতে পারবে না। তবে এটি নিয়ে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/কালাম