পরিবেশগতভাবে বিতর্কিত একটি তেল প্রকল্প অনুমোদন দিয়েছে কানাডা। ইউরোপের জ্বালানি বাজারে রাশিয়ার নিষেধাজ্ঞার প্রভাবকে কাটিয়ে উঠতে রফতানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নিল দেশটি।
বে ডু নর্ড অফশোর তেল প্রকল্পটি নরওয়েজিয়ান তেল কোম্পানি ইকুইনোরের সাথে অংশীদারিত্বে নিউফাউন্ডল্যান্ডের উপকূলে নির্মিত হবে। ২০২৮ সালের দিকে এই প্রকল্পে উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপে তেল সরবরাহ বৃদ্ধি করতে কানাডা নিজেদের তেলের উৎপাদনের সক্ষমতা বাড়াতে চায়। এরই অংশ হিসেবে বিতর্কিত এই প্রকল্প অনুমোদন করল দেশটি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম