রাশিয়ার সাথে চলমান স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কের ইতি টানতে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সিনেটে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার জানিয়েছেন, তার ইচ্ছা ছিল আরও আগে এই ভোট হয়ে যাবে; তবে বিরোধীদের সাথে আলাপ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তার দাবি, কোনও বিষয়ে ভবিষ্যত পথ খুঁজে পেতে এই আলোচনাটা জরুরি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সাথে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কের ইতি টানার হুমকি দিয়েছিলেন। বিশেষ করে রাশিয়ার থেকে আমদানি করা পণ্যে বড় অঙ্কের শুল্ক আরোপ করতে চান বাইডেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল