নোবেলজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভের ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি নিজেই হামলার তথ্য জানিয়েছেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দিমিত্রি মুরাতভের ওপর রাশিয়ার একটি ট্রেনে হামলা হয়েছে। বৃহস্পতিবার একজন হামলাকারী তার গায়ে লাল রঙ ঢেলে দেন।
দিমিত্রি মুরাতভ বলেছেন, মস্কো থেকে তিনি সামারা শহরে যাচ্ছিলেন। ট্রেনের মধ্যে তার ওপর হামলা হয়।
সংবাদমাধ্যম নভোয়া গেজেটা ইউরোপের টেলিগ্রাম বার্তায় তিনি লিখেছেন, আক্রমণকারী চিৎকার করে বলছিলেন, ‘মুরাতভ, আমাদের ছেলেদের পক্ষ থেকে এখন একটা।’ এই পোস্টের সঙ্গে তিনি একটি সেলফি যুক্ত করেছেন যাতে তার গায়ে রক্তের মতো লাল কিছু দেখা গেছে।
মুরাতভ জানিয়েছেন, হামলার কারণে তার চোখ মারাত্মকভাবে জ্বালা করছে।
নভোয়ার কর্মীরা সাম্প্রতিক সময়ে ‘নভোয়া গেজেটা ইউরোপ’ নামে নতুন পত্রিকা শুরু করেন। এটা রাশিয়ার অন্যতম স্বাধীন সংবাদমাধ্যম। কিন্তু রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ নামে আক্রমণ শুরুর পর ২৮ মার্চ পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়। কারণ, রুশ সরকারের নির্দেশ- যুদ্ধের সব নিউজ তাদের পক্ষে হতে হবে।
রাশিয়ার সাংবাদিক মুরাতভ ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে ২০২১ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
২০২১ সালে মুরাতভের পত্রিকা নভোয়া গেজেটের মস্কো অফিসে রাসায়নিক হামলা করা হয়। এছাড়া ২০২১ সাল পর্যন্ত একাধিক আক্রমণে সংবাদমাধ্যমটির অন্তত ৬ জন কর্মী নিহত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল