পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে আজ শুক্রবার রকেট হামলা হয়েছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত ১০০ জন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার অভিযোগ অস্বীকার করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ ‘র খবরে বলা হয়েছে, যে ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তা কেবল ইউক্রেনের সেনাবাহিনী ব্যবহার করে। এর আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র দ্বারা দোনেতস্কের সিটি সেন্টারে হামলা করা হয়েছিল যাতে ১৭ জন নিহত হয়েছিলেন।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি প্রথমে এক বিবৃতিতে জানায়, হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ এ দাঁড়ায়।
কয়েক হাজার বেসামরিক নাগরিক এই স্টেশন ব্যবহার করে দেশের নিরাপদস্থলে যাচ্ছিলেন।
পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে রুশ বাহিনী আক্রমণ জোরদার করছে বলে মনে করা হচ্ছে। দনবাস অঞ্চলের শহরগুলোতে গতকাল বৃহস্পতিবার রাতভর প্রচণ্ড হামলা চালায় রুশ বাহিনী।
কিয়েভ থেকে বিবিসির জেরেমি বোয়েন তার পর্যবেক্ষণে বলেছেন, আসল ঘটনা হয়তো এবার ইউক্রেনের পূর্বাঞ্চলে ঘটতে যাচ্ছে। অঞ্চলটি ঘিরে রুশ বাহিনী অনেক বেশি কার্যকরভাবে সামরিক তৎপরতা চালাচ্ছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল