ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়াকে থামাতে হলে মলোটভ ককটেলের মতো (পেট্রোল বোমা) নিষেধাজ্ঞা ককটেল প্রয়োজন।
শুক্রবার ফিনল্যান্ডের সংসদে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, রুশ সেনাদের আক্রমণের শুরুতে ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে রাশিয়ার বাহিনীকে প্রতিরোধে পেট্রোল বোমা বানানো শেখানো হয়। এরপর সমগ্র ইউক্রেনে সাধারণ মানুষ পেট্রোল বোমা বানাতে থাকে।
শুক্রবার ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে জেলেনস্কি ইউরোপ রক্ষায় ফিনল্যান্ডকে আরও নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানান। এটা ইউরোপের নিরাপত্তার জন্য বিশাল অবদান হবে বলে মন্তব্য করেন তিনি।
কিছু ইউরোপীয় দেশের কাছে থাকা অস্ত্র এখন ইউক্রেনের প্রয়োজন উল্লেখ করে জেলেনস্কি বলেন, অস্ত্রের পাশাপাশি স্থায়ী ভিত্তিতে রাশিয়ার ওপর শক্তিশালী এবং কার্যকর নিষেধাজ্ঞা প্রয়োজন। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল