ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাঠিয়েছে মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেগার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
ফেসবুকে পোস্টে এডওয়ার্ড হেগার জানান, ইউক্রেনকে প্রতিরোধে সোভিয়েত আমলে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা দেওয়া হয়েছে। তবে সহায়তা দেওয়ার অর্থ এই নয় যে, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্যভুক্ত দেশ স্লোভাকিয়া রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল।
রাশিয়া অভিযান শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেন সামরিক সহায়তার আহ্বান জানাচ্ছে।
শুক্রবার যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে তারা নতুন অস্ত্রের চালান পাঠাবে। এর আগে ব্রাসেলসে ন্যাটো সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে যুক্ত হন। এই বৈঠকে ইউক্রেনে আরও সমরাস্ত্র সহায়তা পাঠানোর বিষয়ে তারা ঐকমত্য হন।
বৃহস্পতিবার ওই সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত অস্ত্র সহযোগিতা প্রদানের আহ্বান করেন। জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশ কিয়েভে অস্ত্র পাঠাবে এবং সেটা দ্রুত করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল