ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক রেলস্টেশনে রকেট হামলায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এলাকাটির গভর্নর এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য দিয়েছেন।
গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, ক্রামাতোরস্ক রেলস্টেশনে রকেট হামলায় স্টেশনেই ৩৮ জন মারা গেছেন। আর আহত ১২ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানিয়েছেন আহত অবস্থায় মোট ৯৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন শিশু, ৪৬ জন নারী ও ৩৬ জন পুরুষ।
হামলার সময় রেল স্টেশনটিতে চার হাজার মানুষ ছিলেন বলে দাবি করেছেন, স্থানীয় মেয়র ওলেক্সান্ডার হনশারেঙ্কো। এই হামলার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও বিষয়টি অস্বীকার করছে মস্কো।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল