সুপ্রিম কোর্টের রায়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধীদের অনাস্থার মুখে পড়তে যাচ্ছেন। আগামীকাল শনিবার সংসদ অধিবেশনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির কথা রয়েছে।
ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়ে ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন।
এর আগে পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইমরান খান, দেশের জন্য তিনি শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছিলেন।
শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খান ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দিবেন। স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সাড়ে ১০টায়) তিনি বক্তব্য দিবেন।
এর আগে গতকাল পাকিস্তানের সুপ্রিম কোর্ট টানা পাঁচ দিনের দীর্ঘ শুনানি শেষে অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। আদালত অনাস্থা প্রস্তাব প্রত্যাখানকে ‘সংবিধান পরিপন্থী’ ঘোষণা দিয়ে সংসদ পুনর্বহাল করে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন।
তার আগে গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার। এরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। পুরো প্রক্রিয়াটিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে বিরোধীরা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট অনাস্থা প্রস্তাব খারিজের দিনই স্বতঃপ্রণোদিত হয়ে শুনানি গ্রহণ করেন।
সূত্র: ডন
বিডিপ্রতিদিন/কবিরুল