ইউক্রেনে বিপুল পরিমাণ সমরাস্ত্র সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
সিএনএনের খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রসহ ১৩০ মিলিয়ন ডলারের উচ্চ পর্যায়ের সমরাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন বরিস জনসন।
শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে এক যৌথ কর্মসূচিতে বরিস জনসন এই ঘোষণা দেন।
বরিস জনসন বলেন, রাতারাতি আমরা আমাদের নিজস্ব জ্বালানি ব্যবস্থা রূপান্তর করতে পারব না। কিন্তু আমরা এটাও জানি যে, পুতিনের যুদ্ধও এক্ষুণি শেষ হবে না। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে যুক্তরাজ্য আরও ১০০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তা দেবে। এর মধ্যে থাকবে স্টারস্ট্রেক যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এই ক্ষেপণাস্ত্র শব্দের থেকে তিনগুণ গতিতে গুলি করতে পারে), ৮০০টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
বিডিপ্রতিদিন/কবিরুল