পোলান্ডের ৪৫ জন কূটনীতিককে বহিষ্কার ঘোষণা করেছে রাশিয়া।
শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোলান্ড কর্তৃক ৪৫ কূটনীতিক বহিষ্কারের জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছেন।
দুই সপ্তাহ আগে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে পোল্যান্ড।
শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় বলেছে, রুশ কূটনীতিকদের বহিষ্কারের মতো ‘অবন্ধুত্বসুলভ’ পদক্ষেপের প্রতিক্রিয়ার নীতি অনুসরণ করে ইরকুতস্ক, কালিনগ্রাদ, সেন্ট পিটার্সবার্গে অবস্থান করা পোলান্ডের ৪৫ কূটনীতিককে পারসোনা নন-গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ এপ্রিলের পূর্বে তাদেরকে রাশিয়া ছেড়ে যেতে বলা হয়েছে।
রাশিয়ায় অবস্থিত পোলান্ড রাষ্ট্রদূতের কাছে এ মর্মে নোট দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার পোলান্ডের রাষ্ট্রদূতকে তলব করে ৪৫ রুশ কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদ জানায় মস্কো।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল