বুচার পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী মাকারিভ শহরে ১৩২ বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে রুশ সেনারা হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মেয়র।
শহরটির মেয়র ভাদিম তোকার ইউক্রেনের পার্লামেন্ট টিভিকে এই তথ্য জানান। তিনি বলেন, স্থানীয় কর্মকর্তারা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদেরকে রুশ বাহিনী কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, মাকারিভের প্রায় সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এবং অন্যান্য ভবনে বোমা হামলা করা হয়েছে। এছাড়া একটি হাসপাতালও গুড়িয়ে দেওয়া হয়েছে।
মেয়র ভাদিম তোকার বলেন, “এক মাসেরও বেশি সময় ধরে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন লাইন ছাড়াই দিন কাটাচ্ছি। আমাদের বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও নেই।”
তিনি আরও বলেন, এরই চিকিৎসা বিপর্যয়ের শিকার হয়েছে মাকারিভ। এখান থেকে সব ডাক্তারকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিভিন্ন ক্ষেতের ভেতর বোমা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই শহরের বাসিন্দাদের আরও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, “আমাদের বন উজাড় হয়ে গেছে। সেসব জায়গায় এখন প্রচুর পরিমাণে বোমার আবর্জনা পড়ে আছে। তাই আমরা আমাদের অবকাঠামো সংস্কারের কাজ শুরুর আগে এই অঞ্চল থেকে বোমার আবর্জনাগুলো অপসারণ করব।”
উল্লেখ্য, এর আগে রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের অদূরে বুচা শহরে তিন শতাধিক বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে হত্যার অভিযোগ করেছে দেশটি। এরই মধ্যে বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে রাশিয়ার দাবি, এটি ইউক্রেনের ‘সাজানো নাটক মাত্র’।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে শনিবার ৪৫তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম