গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে শনিবার ৪৫তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
এমন পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন শুক্রবার স্বীকার করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপগুলো সুখকর ছিল না। বরং এগুলো ছিল উদ্বেগের ও অপ্রীতিকর। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ফরাসি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্রুট মিডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেন বিষয়টি নিয়ে কথা বলেন ম্যাকরন। তিনি বলেন, ‘তার সঙ্গে কথা বলতে আমার বিরক্ত লাগে, এটা সুখকর নয়। কিন্তু আমরা কি করবো? আমাদের যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তুত করতে হবে।’
ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার দেশ বর্তমানে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের ‘প্রমাণ’ সংগ্রহ করছে, কারণ এসব অপরাধের জন্য দায়ীরা শাস্তির বাইরে থাকতে পারে না।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় পুতিনের সঙ্গে ফোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। যুদ্ধ শুরুর আগে তিনি মস্কোতে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকও করেছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ