ইসরায়েলি সেনার গুলিতে দখলকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবির জেনিনে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। গণমাধ্যমটি জানিয়েছে, নিহত আহমদ আল-সাদি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের সদস্য বলে অভিযোগ রয়েছে।
এর আগে, ইসরায়েলি সেনাদের কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই জেরুজালেম (বায়তুল মুকাদ্দাস) নগরীর পবিত্র আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল দেখা গেছে। এদিন আল-আকসায় অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন।
জানা গেছে, শুক্রবার ভোর থেকেই জেরুজালেমের প্রবেশপথে ইসরায়েলি সামরিক চেকপয়েন্ট পেরিয়ে পশ্চিম তীর থেকে হাজার হাজার ইসরায়েলি নাগরিক এবং ফিলিস্তিনিরা মসজিদে ভিড় জমায়।
বিডি-প্রতিদিন/শফিক