পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরু হওয়ার আগেই পদত্যাগ করলেন দেশটির পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার। অনাস্থা প্রস্তাবের জেরেই শনিবার মধ্যরাতে তার পদত্যাগের খবর এলো। খবর ডনের।
ইমরানের বাসভবনে গিয়ে দেখা করার পর অ্যাসেম্বলিতে প্রবেশ করেন স্পিকার। সেখানেই ইস্তফা দেন তিনি।
এদিকে, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন চতুর্থবারের মতো মুলতবি করা হয়। এশার নামাজ শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ অধিবেশন শুরুর কথা ছিল।
বিডি প্রতিদিন/এমআই