পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে চীনের ঘনিষ্ঠতার বিষয়টি সবারই কমবেশি জানা। হঠাৎ করেই পাকিস্তানের রাজনীতির নতুন মোড়ে অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন ইমরান। পাকিস্তানের ক্ষমতায় বসেছেন তার বিরোধী নেতা শাহবাজ শরীফ।
এই পরিস্থিতিতে চীন জানিয়েছে, নেতা বদলালেও পাকিস্তানের বিষয়ে তাদের নীতি বদলাবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির বদল কোন ব্যাপার না, পাকিস্তানের সাথে বন্ধুত্বের সম্পর্কের নীতি থেকে চীন সরে আসবে না।’
এসময় চীনের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, তাদের প্রত্যাশা স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে পাকিস্তানের সব দল একসাথেই থাকবে, এক সাথে কাজ করবে।
দায়িত্ব নিয়ে শাহবাজ শরীফও জানিয়েছেন, চীনের সাথে যৌথভাবে করা প্রকল্পগুলোয় আরও গতি আনতে কাজ করবে তার সরকার
সূত্র: সিজিটিএন
বিডি প্রতিদিন/নাজমুল