চীনের সীমান্তবর্তী শহরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার এই বৈঠকে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থার বিষয় নিয়ে আলোচনা করবেন পুতিন-লুকাশেঙ্কো।
ইউক্রেনে সেনা অভিযানের বিষয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কয়েকশ’ নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার পাশে থাকায় বেলারুশের ওপর কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে কী করা যায় পুতিন-লুকাশেঙ্কোর বৈঠকে মূলত সে বিষয়েই আলোচনা হবে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সরাসরি রাশিয়ার সাথে বেলারুশ এই অভিযানে অংশ নেয়নি। তবে শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে থেকেছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল