চলতি বছর কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। এর আগে বেসামরিক বিমান চলাচল ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে দুই প্রতিবেশী দেশ কাতার ও ইরানের মধ্যে সই হল তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি।
সোমবার ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মীর আকবর রাজাভি জানান, সোমবার দিনের প্রথমভাগে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সাক্ষাৎ করেন এবং এই চুক্তিতে সই করেন। চুক্তিটি সই হয় ইরানের পারস্য উপসাগরীয় কিশ দ্বীপে।
মীর আকবর রাজাভি জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ইরান ও কাতারের মধ্যে বিমানের ফ্লাইট বাড়ানোর চুক্তি হয়েছে। অন্য দুটি চুক্তি হয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং তল্লাশি ও উদ্ধার সেবা সংক্রান্ত বিষয়ে।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কাতারকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এর আওতায় বিমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয় উল্লেখযোগ্য অংশ। কাতার যাতে বিশ্বকাপ ফুটবলের এই গুরুত্বপূর্ণ আসর সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে সেজন্য ইরানের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র: দ্য পেনিনসুলা কাতার, গাল্ফ টাইমস
বিডি প্রতিদিন/কালাম