ক্ষমতা নিয়েই প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে সরকারি চাকুরিজীবীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করেছিলেন শাহবাজ শরীফ। ঠিক তার একদিন পরই সরকারি চাকুরিজীবীদের সাপ্তাহিক ছুটিতে ছুরি চালালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।
সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে কমিয়ে একদিন করেছেন শাহবাজ। এছাড়াও অফিস টাইমেও পরিবর্তন এনে সকাল আটটা করেছেন শাহবাজ।
এছাড়াও রমজানের বাজার পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন শাহবাজ শরীফ। তিনি পণ্যের মান ও দাম নিয়ন্ত্রণের আদেশ দিয়েছেন।
এদিকে প্রথম দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেই সবাই হতবাক করে দিয়েছেন শাহবাজ। তার হঠাৎ আগমনে পুরো প্রধানমন্ত্রীর কার্যালয় নাকি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে সকাল সাতটার মধ্যেই নিজের কার্যালয়ে পৌঁছান শাহবাজ। সেসময় প্রধানমন্ত্রীর অফিসের অনেক কর্মকর্তা কর্মচারীই উপস্থিত হতে পারেননি।
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল