গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ জন সাংবাদিক নিহত হয়েছে বলে দাবি করেছে সেখানকার জাতীয় সাংবাদিক ইউনিয়ন।
‘ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট অব ইউক্রেন’ নামের সংগঠনটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এই দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সংগঠনটি নিহত সাংবাদিকদের নামের একটি তালিকাও প্রকাশ করেছে এবং দাবি করেছে- এটি শুধুমাত্র ইউক্রেনের প্রসিকিউটর-জেনারেলের কার্যালয় থেকে মৃত্যু নিশ্চিত করা সাংবাদিকদের তালিকা।
এই তালিকায় কয়েকজন বিদেশি সাংবাদিকের নামও রয়েছে, জানায় সংগঠনটি।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত।
স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে বুধবার ৪৯তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম