পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট।
এক টুইট বার্তায় পাকিস্তানে রুশ দূতাবাসের তরফে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশাবাদী যে আফগান ইস্যু, সন্ত্রাস মোকাবিলা এবং পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা প্রস্তাবে পিটিআই প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রীত্ব হারাতে হয়। এরপর গত ১১ এপ্রিল শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন