গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত।
স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে বুধবার ৪৯তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
হামলার ৪৮তম দিন শেষে মঙ্গলবার রাশিয়াকে খোঁচা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর থেকে বিগত ৪৮ দিনে ‘অপূরণীয় ক্ষতির’ সম্মুখীন হয়েছে রাশিয়া।
তিনি বলেন, “আপনাদের কি মনে আছে কিভাবে রাশিয়া দম্ভ করে বলেছিল যে তারা ৪৮ ঘণ্টার মধ্যে কিয়েভ দখল করে নেবে? ৪৮ ঘণ্টা ইতোমধ্যে ৪৮ দিনে প্রসারিত হয়েছে। সোভিয়েত যুগে রুশ বাহিনীর আফগানিস্তানে দশ বছরের যুদ্ধের চেয়েও ইউক্রেনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম