গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোল দখলে নিতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে রুশ বাহিনী। শহরটির অধিকাংশ দখলে নিলেও আজভস্তাল স্পাত কারখানা দখলে নিতে পারেনি তারা।
এই স্থাপনায় কয়েকশ ইউক্রেনীয় যোদ্ধার সঙ্গে বেশ সংখ্যক বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছেন।
রাশিয়া গত মঙ্গলবারের মধ্যে আজভস্তাল স্পাত কারখানা ছেড়ে যেতে ইউক্রেনীয় বাহিনীকে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে ইউক্রেনের যোদ্ধারা স্থাপনাটি ছেড়ে না যাওয়ায় রাশিয়া ২৪ ঘণ্টা সময় বৃদ্ধি করে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু মারিউপোলের আজভস্তাল কারখানার নিয়ে প্রেসিডেন্ট পুতিনকে হালনাগাদ খবর (আপডেট) জানিয়েছেন। সের্গেই সইগু বলেছেন, মারিউপোলের আজভস্তাল কারখানা দখলে নিতে আরও ৩-৪ দিন সময় লাগবে।
রুশ গণমাধ্যমের খবর অনুসারে, ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সইগু আরও জানিয়েছেন, মারিউপোলে ইউক্রেনীয় জাতীয়তাবাদী এবং বিদেশি যোদ্ধারা অবরুদ্ধ আছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল