যুদ্ধরত এলাকা থেকে নিরাপদস্থলে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে শুক্রবার ইউক্রেনে কোনো মানবিক করিডোর চালু হয়নি।
ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভিরেশচুক এই তথ্য জানিয়ে বলেছেন, ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার কাছে বেসামরিক নাগরিকদের বিশেষ করে মারিউপোলে আটকেপড়া নাগরিকদের নিরাপদ প্রস্থানের নিশ্চয়তা চেয়েছিল। কিন্তু রাশিয়া রাজি হয়নি।
দোনেতস্ক অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসক পাভলো কিরিলেঙ্কো বলেন, বৃহস্পতিবার মারিউপোল থেকে ৭৯ আবাসিক বাসিন্দাকে সরিয়ে জাপোরিঝিয়াতে নেওয়া হয়। এখন পর্যন্ত মারিউপোল থেকে শহরটিতে (জাপোরিঝিয়া) ১ লাখের বেশি মানুষকে সরানো হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, মারিউপোল থেকে নাগরিকদের সরানো বিপদে পরিপূর্ণ। ওই এলাকায় রুশ বাহিনীর আক্রমণের কারণে অসংখ্যবার নিরাপদ প্রস্থান ব্যর্থ হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল