বৈশ্বিক জরুরি খাদ্য সহায়তায় প্রায় ৭০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কৃষি বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা একসঙ্গে এ অর্থ বিতরণ করবে।
জানা গেছে, জরুরি খাদ্য সহায়তার অংশ হিসেবে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান ও ইয়েমেনে এ অর্থ বিতরণ করা হবে। মোট অর্থ সহায়তার প্রায় ৩০ কোটি ডলার আসবে বিল এমারসন মানবিক ট্রাস্ট থেকে। আর অতিরিক্ত প্রায় ৪০ কোটি ডলার সরবরাহ করবে ইউএসডিএ, যা পরিবহন, শিপিং ও অন্যান্য খরচ বাবদ ব্যবহার করা হবে।
ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বিশ্বকে একটি ভয়াবহ খাদ্য সংকটের দিকে নিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ