গণমাধ্যমের খবর বলছে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের দুই নেতা ও সহোদর মাহিন্দা রাজাপাকসে ও গোতাবায়া রাজাপাকসে দ্বন্দ্বে জড়িয়েছেন। আর সেই সংঘাতের কারণ নাকি মাহিন্দার প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে রাখার চেষ্টা। বড় ভাই মাহিন্দা পদত্যাগ করতে না চাওয়ায় নাকি ছোট ভাই গোতাবায়া ক্ষেপেছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী মাহিন্দা।
শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী গতকাল বুধবার বলেছেন, তাদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব নেই এবং তার ভাই গোতাবায়া তাকে পদত্যাগ করতেও বলেননি।
অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হওয়া শ্রীলঙ্কা জুড়ে রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিরোধীরা মাহিন্দাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে। প্রেসিডেন্ট গোতাবায় সেই সর্বদলীয় মন্ত্রিপরিষদ গঠনে স্বীকৃতিও দিয়েছেন।
গোতাবায়া আরও বলেছেন, ২২৫ সদস্যের পার্লামেন্টের যে দলের দখলে ১১৩ আসন থাকবে তাদের হাতে তিনি সরকারের ভার সমর্পণ করবে। তবে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরানো যাবে না।
গত সপ্তাহে মাহিন্দা বলেছেন, সর্বদলীয় সরকার গঠনে তার পদত্যাগের কোনো দরকার নেই। ভাইয়ের সাথে সম্পর্কের বিষয়ে সংবাদপত্র ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিন্দা বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট। আমি তাকে প্রেসিডেন্ট হিসেবে সম্মান করি। সে আমার ছোট ভাই এটা পরের ব্যাপার। এটা আমদের ব্যক্তিগত সম্পর্ক।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে পদত্যাগ করতে বলেননি, আমার বিশ্বাস সে আমাকে কখনোই এমনটা বলবে না।’
সূত্র: আউটলুক
বিডি প্রতিদিন/নাজমুল