ইউক্রেনসহ জর্জিয়া এবং মলদোভায় অস্ত্র বাড়ানোয় সতর্ক করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, এটা ইউরোপ মহাদেশকে অস্থিতিশীল এবং অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলবে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের—ইউক্রেন এবং অঞ্চলের অন্য দেশগুলোকে অস্ত্র দিয়ে সহায়তা করার বিষয়ে জানতে চাইলে পেসকভ জবাবে এসব কথা বলেন।
বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ইউক্রেনকে নয়, মলদোভা, জর্জিয়া এবং পশ্চিম বলকানে ভারী অস্ত্র দিয়ে সহায়তা করা প্রয়োজন।
লিজ ট্রাস বলেন, পরিস্থিতি আরও খারাপ হবে ভয়ে অনেকে যুক্তি দেন আমাদের ভারী অস্ত্র দেওয়া উচিত না। তবে আমার মতামত হলো, নিষ্ক্রিয়তায় হবে বড় উসকানি। তিনি বলেন, ইউক্রেনের পাশাপাশি পশ্চিম বলকান এবং জর্জিয়া, মলদোভার মতো দেশগুলো স্থিতিশীলতা এবং স্বাধীনতা ও সার্বভৌম বজায় রাখার মতো সক্ষমতা আছে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল