ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত কিয়েভ অঞ্চল থেকে ১ হাজার ১৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধান আন্দ্রি নেবিতন বুধবার এই তথ্য জানিয়েছেন।
পুলিশ প্রধান বলেন, পরিচ্ছন্নতা অভিযান এবং গোয়েন্দাদের কাজের ফলে কিয়েভ অঞ্চল থেকে আমরা ১১৫০টি বেসামরিক নাগরিকের লাশ পেয়েছি। তাদের হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লাশ মেডিকেল ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে।
আঞ্চলিক পুলিশ প্রধান জোর দিয়ে বলেন, তারা বেসামরিক নাগরিক, মিলিটারি নয়। তাদের আঞ্চলিক প্রতিরক্ষা কিংবা অন্য কোনো সামরিক সংশ্লিষ্টতা ছিল না। অধিকাংশ লাশ বুচা অঞ্চলের উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ নিহত হয়েছেন আগ্নেয় অস্ত্রের আঘাত, গুলি এবং অটোমেটিক রাইফেলে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হত্যাকাণ্ডের জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন। মস্কোকে তিনি ‘যুদ্ধাপরাধ’ থামানোর আহ্বান জানিয়েছেন।
তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ বারবার অস্বীকার করেছে।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল