ইউক্রেনের সাথে বন্দী বিনিময় করেছে রাশিয়া। বন্দী বিনিময়ের অংশ হিসেবে ৩৩ ইউক্রেনীয় সেনাসহ মোট ৪৫ নাগরিককে ফেরত দিয়েছে রাশিয়া। ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৩ কর্মকর্তা, ৩৩ সেনা এবং ১২ বেসামরিক নাগরিককে হস্তান্তর করেছে রাশিয়া। হস্তান্তরকৃত সেনাদের মধ্যে ৫ জন আহত বলেও জানান তিনি। তবে এর বিনিময়ে কতজন রুশ সেনাকে ফেরত দেওয়া হয়েছে রয়টার্সের খবরে তা উল্লেখ করা হয়নি।
ফেব্রুয়ারির শেষ দশকে ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়া গত ২৩ মার্চ কিয়েভের সঙ্গে প্রথমবারের মতো বন্দী বিনিময় করে। প্রথম দফায় রাশিয়ার ৯ সেনাসদস্যকে মুক্তি দেয় ইউক্রেন।
সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল