রাশিয়ার বিরুদ্ধে বছরের পর ইউক্রেনকে সমর্থন দিতে প্রস্তুত পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সংস্থার মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই কথা বলেছেন।
ক্রেমলিন বৃহস্পতিবার হুঁশিয়ারি দেয়, ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সহায়তা ইউরোপকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে, অস্থিতিশীলতার উসকানি জোগাচ্ছে।
ক্রেমলিনের এমন মন্তব্যের জবাবে ন্যাটো প্রধান বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে তারা সোভিয়েত আমলের অস্ত্র থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র দিতে প্রস্তুত।
জেনস স্টোলটেনবার্গ বলেন, আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনে যুদ্ধ মাসের পর মাস এমনকি বছর গড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করতে পশ্চিমা দেশগুলো পুতিনের ওপর সর্বোচ্চ চাপ প্রদান অব্যাহত রাখবে। নিষেধাজ্ঞা, অর্থনীতি এবং সামরিক সহায়তার মাধ্যমে এই চাপ প্রয়োগ করা হবে বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল