ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ভরাডুবি হল বরিস জনসনের কনজারভেটিভ পার্টির। যদিও জয় এসেছে। তবে তা প্রত্যাশার চেয়ে অনেক কম!
ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী পেয়েছে লেবার পার্টি। লন্ডনের কনজারভেটিভ ঘাঁটির বেশ কিছু আসন বরিস জনসনের দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। কিন্তু গোটা দেশে আশানুরূপ ফল হয়নি দলটির।
বেশ কয়েক মাস ধরে জনসনের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমছে। এর প্রধান কারণ, প্রধানমন্ত্রী বরিস জনসনের ‘পার্টিগেট’ কেলেঙ্কারি। কোভিড বিধি ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক আসর বসিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কনজারভেটিভ দলের নেতা জনসন। তাছাড়া, গত কয়েক মাসের দ্রব্যমূল্য বৃদ্ধিও সাধারণ মানুষকে শাসক দলের প্রতি আরও বিরূপ মনোভাবাপন্ন করে তুলেছে। বিরোধী দলগুলোর আশা ছিল, এই সুযোগে স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভাল ফল করবে তারা।
তবে ফল ঘোষণার পর দেখা যাচ্ছে, যতটি আশা করেছিল লেবার পার্টি, ততটা ভাল ফল করতে পারেনি তারা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যেসব আসনের ফল প্রকাশিত হয়েছে তা থেকে ভোট-চিত্রটা আপাতত এ রকম— লেবার ও লিবারাল ডেমোক্র্যাট, দু’টি দল মিলিয়ে তাদের মোট আসন সংখ্যা প্রায় চারশ’ বেশি বাড়িয়েছে। অন্যদিকে, প্রায় চারশ’ আসন হারিয়েছে কনজারভেটিভ পার্টি। অন্যান্য ছোট দল, যেমন স্কটিশ ন্যাশনাল পার্টি, গ্রিন পার্টি বা ওয়েলসের আঞ্চলিক দল পিসিও এবার বেশ কিছু আসন হারিয়েছে। ভাল ফল করতে পারেননি স্বতন্ত্র প্রার্থীরাও। সেই সব আসন মূলত গিয়েছে লিবারাল ডেমোক্র্যাট পার্টির ঝুলিতে।
লন্ডনের বাইরে খুব চমকপ্রদ ফল হয়নি লেবার পার্টির। তবে তাতে হতাশ নয় তারা। লেবার নেতা কায়ার স্টার্মারের কথায়, “২০১৯ সালের সেই শোচনীয় ফলের পরে এটা দলের কাছে একটি বিশাল পাওয়া। আমাদের দল এখন ঠিক পথে চলছে।”
লন্ডনের তিনটি প্রধান বরো— ওয়েস্টমিনস্টার, ওয়ান্ডসওয়ার্থ এবং বার্নেট, এই তিনটিতেই জয়ী হয়েছে স্টার্মারের দল।
আড়াইশ’রও বেশি আসন হারানোর পরে এবার কি কনজারভেটিভ দলের অন্দরে ফের বরিস জনসনকে নেতৃত্ব থেকে সরানোর দাবি উঠবে? ১০, ডাউনিং স্ট্রিটের ঘনিষ্ঠ মহলে এখন সেই প্রশ্নই উঠছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, এপি, মার্কারিনিউজ, ফ্রান্স২৪, স্টাফ
বিডি প্রতিদিন/কালাম