যুক্তরাষ্ট্রের অনুরোধে রুশ ধনকুবেরের ৩০০ মিলিয়ন ডলারের ইয়াট জব্দ করেছে ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইয়াটটি রাশিয়ার ধনকুবের সুলেইমান কেরিমভের বলে জানিয়েছে রয়টার্স।
দ্য আমাদিয়া নামের বিলাসবহুল নৌযানটি গত মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ ফিজিতে পৌঁছায়। মেক্সিকো থেকে যাত্রা শুরুর পর প্রশান্ত মহাসাগরে ১৮ দিন ভ্রমণ করেছিল ইয়াটটি।
যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে অভিযান শুরুর পর রাশিয়ার ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন ও তার মিত্ররা।
সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে কেরিমভের ওপর ২০১৪ ও ২০১৮ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউরোপীয় ইউনিয়নও।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা