ইউক্রেনে রাশিয়ার সর্বাধিক সক্ষম ইউনিট এবং সর্ব অগ্রসর সক্ষমতাও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই দাবি করেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, কমপেক্ষ একটি রাশিয়ার সর্বাধিক অগ্রসর টি-৯০এম ট্যাংক ইউক্রেন যুদ্ধে ধ্বংস হয়েছে।
খবরে বলা হয়েছে, রাশিয়ার সর্বাধিক সজ্জিত সেনাবাহিনীতে প্রায় ১০০টি টি-৯০এম ট্যাংক রয়েছে। এর মধ্যে কিছু ট্যাংক রাশিয়া ইউক্রেনে নামিয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে আরও বলা হয়েছে, সেনাবাহিনী পুনর্গঠনে রাশিয়ার উল্লেখযোগ্য সময় এবং অর্থ প্রয়োজন হবে। এছাড়া বিভিন্ন সমর সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়ার জন্য আধুনিক সরঞ্জাম পুনর্স্থাপন করা চ্যালেঞ্জিং হবে বলেও দাবি যুক্তরাজ্যর। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল