ইয়েমেনের হুথির যেসব সদস্য আরব জোটের হাতে বন্দী হয়েছিলেন তাদের প্রথম দলকে নিয়ে সৌদি আরবের একটি বিমান উপকূলীয় এডেন শহরের বিমানবন্দরে পৌঁছেছে।
সৌদি নেতৃত্বাধীন আরব জোট দাবি করছে, জাতিসংঘের মধ্যস্থতায় দুই মাসের জন্য যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে তাকে সুসংহত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এপ্রিল মাসের প্রথমদিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
শুক্রবার আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে জানান, তিন ধাপে সানা এবং এডেনে বন্দীদের পরিবহনের কাজ সম্পন্ন হবে।
সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আল-আরাবিয়া এবং আল-হাদাস টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস কমিটি পরিচালিত প্রথম বিমানে করে ৪০ জন বন্দিকে এডেন বিমানবন্দরে নেয়া হয়। টেলিভিশন চ্যানেল দুটির খবরে বলা হয়েছে, আরব জোট ১০৮ জন বন্দিকে মুক্তি দেবে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, সংস্থাটি ইয়েমেনের ১০০ জন বন্দিকে সৌদি আরব থেকে ইয়েমেনে নেবে।
মুখপাত্র ওমর বশীর আরো বলেন, সৌদি আরবের আভা শহর থেকে তিনটি ফ্লাইটে করে ইয়েমেনের এডেন শহরে এসব বন্দিকে নেয়া হবে।
গত সপ্তাহে আরব জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকি বলেছিলেন, ইয়েমেনের সামরিক বাহিনী এবং আসারুল্লাহ আন্দোলনের ১৬৩ জন বন্দিকে আরব জোট মুক্তি দেবে।
সূত্র: আরব নিউজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন