ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০তম বছর পূর্তির অনুষ্ঠানে (প্লাটিনাম জয়ন্তী) থাকতে পারবেন প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান। একইসঙ্গে রানির ছোট ছেলে প্রিন্স অ্যান্ডুও এই অনুষ্ঠানে থাকতে পারবেন না।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথ রাজকীয় ঐতিহ্য ভেঙে এই ঘোষণা দিয়েছেন।
রানির ঘোষণা অনুসারে—রাজপরিবারের দায়িত্বে না থাকা ব্যক্তিরা এবার সেনা প্যারেডের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। প্রতিবছর রানির সিংহাসনে আরোহণ উদযাপনে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
খবরে আরও বলা হয়েছে, রানির সিংহাসন আরোহণ পূর্তি অনুষ্ঠানে রাজ প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রিটিশ বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শন দেখা রাজপরিবারের একটা ঐতিহ্য। গত বছর রাজ কাজে নিয়োজিত না থাকা সত্ত্বেও প্রিন্সেস বিট্রিস এবং প্রিন্সেস ইউজেনি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তবে ব্রিটিশ রাজ প্রাসাদ বাকিংহাম প্যালেস জানিয়েছে, এ বছর আর পূর্বেকার মতো হবে না।
বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, রানি এ বছর ব্যালকুনি থেকে বর্ণাঢ্য প্যারেড অবলোকন রাজ পরিবারের যারা বর্তমান দায়িত্বে নিয়োজিত তাদের জন্য সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রানির সিংহাসন আরোহণ উদযাপনে প্রতিবছর ২ জুন এই প্যারেড অনুষ্ঠিত হয়।
২০২১ সালের ২০ ফেব্রুয়ারি স্থায়ীভাবে ব্রিটেন ছাড়েন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। এর এক বছর আগে রাজকার্য থেকে অব্যাহতির ঘোষণা দেন তারা। বর্তমানে তারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অন্যদিকে যৌন হয়রানির দায়ে ব্রিটিশ রাজ পরিবারের পদ-পদব হারান প্রিন্স অ্যান্ড্রু।
সূত্র: নিউজ ব্রেক
বিডিপ্রতিদিন/কবিরুল