রাশিয়ার জ্যেষ্ঠ একজন আইনপ্রণেতা অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত রয়েছে।
ভিয়াচেস্লাভ ভোলোদিন নামে রুশ এই আইনপ্রণেতার অভিযোগ, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অভিযান সমন্বয় করছে। এটা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের সমান বলে তার অভিযোগ।
নিজের টেলিগ্রাম চ্যানেলে রুশ আইনপ্রণেতা বলেন, বস্তুতপক্ষে যুক্তরাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে ইউক্রেনে সামরিক অভিযানের সমন্বয় এবং উদ্দীপকের ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রুশ সেনাদের প্রতিরোধে ইউক্রেনকে ভারী অস্ত্র দিয়ে সহায়তা করছে। পশ্চিমা সমরাস্ত্র সহায়তায় ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছে। এর ফলে কিয়েভ দখলে ব্যর্থ হয়েছে রাশিয়া। রুশ বাহিনী এখন পূর্ব ইউক্রেনে মনোযোগ দিচ্ছে। কিন্তু সেখানেও তারা ইউক্রেনীয় সেনাদের শক্ত প্রতিরোধের মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ত হবে না বলে একাধিকবার অবস্থান পরিষ্কার করেছে।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল