সামগ্রিকভাবে ভারতে কমেছে সন্তানধারণের হার। দেশটির পঞ্চম জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দেখো গেছে ভারতীয়দের সন্তানধারণের সামগ্রিক হার ২.২ থেকে কমে ২.০ হয়েছে।
সমীক্ষায় জানা যায়, বর্তমানে ভারতে মাত্র পাঁচটি রাজ্যে সন্তানধারণের হার ২-এর থেকে বেশি। এই রাজ্যগুলি হল, বিহার (২.৯৮), মেঘালয় (২.৯১), উত্তরপ্রদেশ (২.৩৫), ঝাড়খণ্ড (২.২৬ ) এবং মণিপুর (২.১৭)।
কেন্দ্রীয় সরকার বলছে, দেশজুড়ে পরিবার পরিকল্পনা নিয়ে ব্যাপক প্রচারের ফলেই মানুষ সচেনতন হয়েছে। এবার তারই সুফল মিলতে শুরু করেছে।
বিভিন্ন রাজ্যের ৭০৭ জেলার ৬ লাখ ৩৭ হাজার পরিবারকে নমুনা হিসেবে নিয়ে এই সমীক্ষা করা হয়।
প্রসঙ্গত, সন্তানধারণের হার প্রকাশের রয়েছে একটি নির্দিষ্ট প্রক্রিয়া। নিয়মটি হল, প্রত্যেক মহিলা গড়ে কতজন সন্তানের জন্ম দিচ্ছেন, সেই সংখ্যাই সন্তানধারণের হার হিসেবে বিবেচিত হয়। আগের বারের সমীক্ষায় দেখা গিয়েছিল, গড় হিসাবে ভারতীয় মহিলাদের সন্তানসংখ্যা ২-এর বেশি। কিন্তু, সরকারের নীতি হল, 'পরিবার প্রতি দুই সন্তান।' ক্রমাগক প্রচারের ফলে অবশেষে সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল